হোম > ছাপা সংস্করণ

ভাঙা অংশে লাল কাপড় রক্ষা উত্তরার যাত্রীদের

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলায় রেললাইনের জোড়ার অংশে ভাঙা দেখতে পেয়ে লাল কাপড় টাঙিয়ে রাখেন এক পথচারী। এতে ছাতিয়ানগ্রাম এলাকায় পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনা থেকে রক্ষা পায়।

গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার ছাতিয়ানগ্রাম রেলস্টেশনের উত্তরে ইসবপুর এলাকায় ঘটনাটি ঘটে। এতে ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, এক পথচারী যুবক রেললাইনের জোড়ার অংশে ভাঙা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বিষয়টি স্থানীয়দের জানান। এরপর তিনি  রেললাইনের এ অংশে লাল রঙের কাপড় টাঙিয়ে দেন। ফলে দূর থেকে ট্রেনচালক লাল কাপড় দেখতে পেয়ে ট্রেনের গতি কমিয়ে ফেলেন। এতে দুর্ঘটনা থেকে রক্ষা পান ট্রেনের ১২০০-১৫০০ যাত্রী।

এ বিষয়ে তিলকপুর স্টেশন মাস্টার (অতিরিক্ত দায়িত্ব) হাবিবুর রহমান বলেন, ট্রেন থামার সঙ্গে সঙ্গে সেখানে কর্মীরা এসে দ্রুত রেলপথ মেরামত করেন। এ ঘটনায় ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকার পর তা স্বাভাবিক হয়।

এ নিয়ে জানতে চাইলে রেলওয়ের বিভাগের প্রকৌশলী বজলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, রেলওয়ের কর্মীরা গিয়ে দেখেন লাইনের জোড়ার অংশের লোহা ভেঙে গিয়েছিল। পরে তা মেরামত করলে ট্রেন চলাচল স্বাভাবিক করে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ