হোম > ছাপা সংস্করণ

মুচলেকায় ছাড়া পেলেন বিএনপির চার নেতা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে পুলিশের হেফাজতে থাকা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির চার শীর্ষ নেতা মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন। গত শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

ছাড়া পাওয়া নেতারা হলেন, জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য জহিরুল হক খোকন, সিরাজুল ইসলাম ও পৌর বিএনপি সদস্যসচিব মো. মিজানুর রহমান। গত শুক্রবার সকাল থেকে তাঁরা পুলিশের হেফাজতে ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, কিছু বিষয়ে তথ্য জানার জন্য তাঁদের হেফাজতে নেওয়া হয়েছিল। তবে কি বিষয়ে তথ্য জানার জন্য তাঁদের হেফাজতে নেওয়া হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

উল্লেখ্যে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে যেতে দেওয়ার দাবিতে গত শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে সমাবেশ ডাকে জেলা বিএনপি।

একই সময়ে ওই স্থানে ছাত্রসমাবেশ ডাকে জেলা ছাত্রলীগ। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। ফলে গত শনিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পুরো ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। পরে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বটতলী বাজারে সমাবেশ করে জেলা বিএনপি। এ নিয়ে ও চার বিএনপি নেতাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছিল।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ