ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুকুরে বিষ দিয়ে পোনা মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুকুরটির মালিক ওই এলাকার মো. মমিন মিয়া। মমিন মিয়ার দাবি, শত্রুতা করে কে বা কারা এই কাজ করেছে তা তিনি জানেন না। এতে তাঁর ৬০ হাজার মাছের পোনা মারা গেছে।
এ নিয়ে জানতে চাইলে মমিন বলেন, ‘গত বুধবার দিবাগত রাতে আমি পুকুরে এসে দেখি হাজার হাজার মাছের মরা পোনা পুকুরের পানিতে ভাসছে। আমার ৩টি পুকুরের সব পোনা মাছ এই পুকুরে রাখা ছিল।’
মমিনের স্ত্রী নাঈমা আক্তার সুমা বলেন, ‘আমাদের সঙ্গে শত্রুতা করে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে জানি না। এতে আমার স্বামী নিঃস্ব হয়ে গেছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। এই ক্ষতি কাটানোর জন্য প্রশাসনের কাছে সহায়তা চাইছি।’
মোবাইল ফোনে উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের যোগাযোগ করা হলে, তাঁরা ক্ষতিগ্রস্ত এই মৎস্যজীবীকে সুযোগ সাপেক্ষে সহায়তা প্রদানের আশ্বাস দেন।