কুমিল্লা প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কুমিল্লায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। গত শুক্রবার বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর কৃষক দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
নগরীর ধর্মসাগর পাড় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন কোতয়ালি বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম, দক্ষিণ জেলা বিএনপির প্রচার সম্পাদক মোস্তফা জামান ও দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম প্রমুখ।