গাজীপুরের বাসন ও রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের দুই মামলায় শিশু বক্তা রফিকুল ইসলামের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গত সোমবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ উত্থাপিত হয়নি মর্মে আবেদন দুটি খারিজ করে দেন। বিষয়টি গতকাল মঙ্গলবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ সাংবাদিকদের জানান।
জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ বলেন, রাষ্ট্রবিরোধী বক্তব্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গত ৭ এপ্রিল রফিকুলকে নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটক করে র্যাব। ওই সময় তাঁর কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে কয়েকটি মামলা হয়।
রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনার পূর্বধলোর লেটিরকান্দা গ্রামের বাসিন্দা। তিনি নেত্রকোনার একটি মাদ্রাসা থেকে পবিত্র কোরআন শরিফে হাফেজ হওয়ার পর ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি মাদ্রাসায় ভর্তি হন। সেখানে কয়েক বছর পড়াশোনা শেষে গাজীপুরের কোনাবাড়ীতে একটি মাদ্রাসায় চলে আসেন। পরে সেখান থেকে ঢাকার বারিধারার জামিয়া মাদানিয়া মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমানের) ডিগ্রি অর্জন করেন।