বোরহানউদ্দিনে আগামী ২৬ ডিসেম্বরের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে এক আলোচনা সভা হয়েছে। এই সভায় ইউএনও সাইফুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘খেলা হবে স্লোগান দিলেই পদক্ষেপ নেওয়া হবে।’
গতকাল বুধবার উপজেলা প্রশাসনের মিলনায়তনে সভায় প্রার্থীরা অভিযোগ করেন, তাঁদের ইউনিয়নে একটি মহল ভয়ভীতি দেখাচ্ছেন। অনেকেই খেলা হবে স্লোগান দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন, যাতে তাঁরা ভোটকেন্দ্রে না আসেন। এর পরিপ্রেক্ষিতে ইউএনও সাইফুর রহমান বলেন, ‘খেলা হবে স্লোগান নির্বাচনের সময় বন্ধ থাকবে। কেউ এই স্লোগান দিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’ ইউএনও সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম।