অভয়নগর প্রতিনিধি
অভয়নগরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী শেখ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার তাঁর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
দুপুরে নওয়াপাড়া রেলস্টেশন প্রাঙ্গণে তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। পরে জানাজা শেষে মরদেহ নওয়াপাড়া রেলস্টেশন সরকারি কবরস্থানে দাফন করা হয়। রোববার রাতে নিজ বাড়িতে তিনি মারা যান।