কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত ওই নারীর নাম রুপিয়া বেগম। তিনি টেপামধুপুরের তিস্তা নদীর তীরবর্তী বিশ্বনাথ গ্রামের মো. আজগর আলীর স্ত্রী। তিনি আগে দুবার হারের পর এবার প্রথম জয়ের দেখা পেলেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. সামিউল আলম জানান, টেপামধুপুর ইউপি নির্বাচনে সংরক্ষিত ২ নম্বর (৪, ৫ ও ৬) ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দুজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। গত ২ নভেম্বর ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ওই দিন রুপিয়া মনোনয়নপত্র জমা দেন। এটি গত বৃহস্পতিবার যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়।
সামিউল আলম বলেন, সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রুপিয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বিশ্বনাথ গ্রামের বাসিন্দারা জানান, রুপিয়া এর আগে দুবার ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হতে পারেননি। এবার তিনি বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।
রুপিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রামের সবাই আমাকে ভালোবাসে। আমি সব সময় গ্রামের মানুষদের পাশে থাকব এবং এলাকার উন্নয়ন করব, ইনশা আল্লাহ।’