হোম > ছাপা সংস্করণ

চীনকে কাবু করতে হাত মেলাল যুক্তরাষ্ট্র ও জাপান

চীনকে কাবু করতে প্রতিরক্ষাসহ নানা ক্ষেত্রে নিজেদের সহযোগিতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও জাপান। দেশ দুটির পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের এক ভার্চুয়াল বৈঠক শেষে গতকাল এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, রাজনীতি, অর্থনীতি, সমরনীতি এবং প্রযুক্তির ক্ষেত্রে রাশি রাশি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে চীন, যা দক্ষিণ-পূর্ব এশিয়াকে অস্থিতিশীল করে তুলছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় একজোট হয়ে কাজ করবে যুক্তরাষ্ট্র ও জাপান।

চীনের বৃহত্তম প্রদেশ জিনজিয়াংয়ে উইঘুরদের নিপীড়ন, তাইওয়ান ও হংকং ঘিরে চীনের কর্মকাণ্ডের দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। বাইডেন ক্ষমতা গ্রহণের পর এসব বিষয়ে আরও বেশি উচ্চকণ্ঠ হতে দেখা যাচ্ছে ওয়াশিংটনকে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার জাপান-যুক্তরাষ্ট্র ওই বিবৃতি দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে।

গত বৃহস্পতিবার এক ভার্চুয়াল বৈঠক শেষে একই ধরনের ঘোষণা দিয়েছে জাপান ও অস্ট্রেলিয়া। গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াকে নিয়ে নিরাপত্তা চুক্তি ‘অকাস’ এবং ২০১৭ সালে ভারত, জাপান, অস্ট্রেলিয়াকে নিয়ে ‘কোয়াড’ গঠন করে যুক্তরাষ্ট্র। চীনের উত্থান ঠেকাতেই এসব জোট করা হয়েছে বলে মনে করেন বিশ্লেষকেরা।

গতকাল এক বিবৃতিতে জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের এসব তৎপরতার সমালোচনা করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, চীনের অভ্যন্তরীণ বিষয়ে ওই সব দেশের হস্তক্ষেপ গভীর উদ্বেগের। চীন বিষয়ে এসব দেশের অপপ্রচার, এ অঞ্চলের সংহতি ও পারস্পরিক বোঝাপড়া নষ্ট করতে চলমান এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় বেইজিং।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ