কাউনিয়া প্রতিনিধি
কাউনিয়ায় যথাযথ মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজন প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি হলরুমে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তাহমিনা তারিন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম মায়া।