সাংসদ রাবেয়া আলীম বলেছেন, আওয়ামী লীগ সরকার শিক্ষা প্রসারে প্রতিবছর বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেকারত্ব ঘোচাতে কর্মমুখী শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলছেন। তাই স্বাবলম্বী হতে হলে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষাক্ষেত্রে বেগম রোকেয়ার মতো নারীদের এগিয়ে আসতে হবে।
গতকাল বৃহস্পতিবার সকালে নীলফামারীর সৈয়দপুরে সান ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থী এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
লায়ন আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা ইয়াসমিন। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোখলেছুর রহমান। বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান রাশেদ, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর কাজী জাহানারা, লায়ন আতাহার হোসেন বাদশা, জাতীয় পার্টির নেতা কাজী ময়নুল ইসলাম, সাংসদের পুত্রবধূ রাজিয়া সুলতানা, সিআইপি ছাইদুর রহমান সরকার, ব্যবসায়ী কফিল উদ্দীন চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর আকতার হোসেন ফেকু প্রমুখ।