চান্দিনায় প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ২৬ জন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শনিবার উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে শিক্ষকদের হাতে স্মারক ও উপহারসামগ্রী তুলে দেন স্থানীয় সাংসদ ডা. প্রাণ গোপাল দত্ত। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুন নাহার।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ্ আল মামুন অনুষ্ঠানে সঞ্চালনা করেন।
প্রধান অতিথি সাংসদ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘অবসরের পরেও মাঝে মধ্যে বিদ্যালয়ে যদি শিক্ষকেরা যান, তবে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়। যখনি সুযোগ হয় আশেপাশের শিক্ষার্থীদের পড়াবেন।’