১০ বছর ধরে বরাদ্দকৃত গাড়ি নিজে না চালিয়ে অন্যকে দিয়ে চালিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিবহন বিভাগের গাড়িচালক সাইফুল ইসলাম। এমন অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাও করেছে সিটি করপোরেশন।
গতকাল মঙ্গলবার ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের সাংবাদিকদের এ তথ্য জানান। দাপ্তরিক আদেশে বলা হয়, নিজের নামে বরাদ্দ গাড়িটা নিজে না চালিয়ে জনৈক ইউসুফ নামের এক চালককে দিয়ে চালাতেন সাইফুল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা ও দুর্নীতির অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক তিনি খোরাকি ভাতা পাবেন বলে দাপ্তরিক আদেশে জানানো হয়।
এর আগে গত ২৫ নভেম্বর অবৈধভাবেই গাড়ি বরাদ্দ গ্রহণ করে তা চালানোয় পরিচ্ছন্নতাকর্মী মো. হারুন মিয়া ও গাড়ি চালানোর কাজে সহযোগিতা করায় পরিচ্ছন্নতাকর্মী রাজ্জাককে চাকরিচ্যুত করা হয়।