হোম > ছাপা সংস্করণ

দোয়ারাবাজারে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী মেম্বার ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে বিরোধের জেরে এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

গত শুক্রবার বেলা ৩টার দিকে সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাদে গোরেশপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার জুমার নামাজের পর গোরেশপুর গ্রামের পশ্চিমপাড়া মসজিদে নবনির্বাচিত মেম্বার আলী হোসেন ও পরাজিত প্রার্থী আল-

আমিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর আলী হোসেন পক্ষের লোকজন নদীর পূর্বপাড়ে বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের বাড়িতে হঠাৎ হামলা চালায়। এ সময় তাঁরা বাড়ির টিনের চাল ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। হামলাকারীরা আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকাসহ ঘরের মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

এ সময় মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের ভাই নূর উদ্দিনের একটি মোটরসাইকেলও ভাঙচুর করে হামলাকারীরা।

বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার খবর পেয়ে দোয়ারাবাজার থানার দোহালিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক আসলাম হোসাইন ও নবনির্বাচিত চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ