ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী মেম্বার ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে বিরোধের জেরে এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার বেলা ৩টার দিকে সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাদে গোরেশপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার জুমার নামাজের পর গোরেশপুর গ্রামের পশ্চিমপাড়া মসজিদে নবনির্বাচিত মেম্বার আলী হোসেন ও পরাজিত প্রার্থী আল-
আমিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর আলী হোসেন পক্ষের লোকজন নদীর পূর্বপাড়ে বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের বাড়িতে হঠাৎ হামলা চালায়। এ সময় তাঁরা বাড়ির টিনের চাল ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। হামলাকারীরা আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকাসহ ঘরের মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
এ সময় মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের ভাই নূর উদ্দিনের একটি মোটরসাইকেলও ভাঙচুর করে হামলাকারীরা।
বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার খবর পেয়ে দোয়ারাবাজার থানার দোহালিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক আসলাম হোসাইন ও নবনির্বাচিত চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।