বয়স ৯০-এর কাছাকাছি। দুই পায়ে নেই শক্তি, এমনকি চোখেও নেই দৃষ্টি। এমন সব প্রতিবন্ধকতা নিয়েও পিছপা হননি ভোট দিতে। ভোট কেন্দ্রেভোট দিতে এসেছেন প্রতিবেশীদের সহযোগিতায়।
মাগুরা শ্রীপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বারিয়াপুর ইউনিয়নের কমলাপুরে বাড়ি এই প্রবীণের। গতকাল রোববার সকাল সাড়ে আটটায় তিনি স্থানীয় কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসেন ভোট দিতে। ভ্যানে করে স্ত্রী নছিরন বেগম নিয়ে তিনি আসেন ওই ভোটকেন্দ্র।
আফাজ মিয়া বলেন, ‘বয়স চার কুড়ির বেশি। আসছে মাঘে চার কুরির সঙ্গে যোগ হবে দশ। চোখে দেখতে পারি না। পা দুটো অচল অনেক দিন। কিন্তু ভোট তো দিতে হবে। ভোট দিলি মনে হয় আমার সম্মান আছে। আমারে মানুষ গোনে!’
আফাজ মিয়া ভোট দেন তাঁর স্ত্রীর সঙ্গে। তিনি বলেন, ‘দুজনই বয়সী হয়ে গেছি। ঠিকমতো চোখে দেখতে পাই না। বাড়ি ছোট ছেলের কাছে থাকি। এই ভোটের সময় কত মানুষ সালাম নেয়। কথা দিই, তাই ভোট দিতি আইছি। কথা তো রাকতি হবি।’