বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি বলেছেন, চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর রোয়াংছড়ি ও থানচি উপজেলার ইউপি নির্বাচন সুষ্ঠু হবে। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। এ জন্য নির্বাচনী কর্মকর্তাদের নিষ্ঠা ও সাহসের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
গত রোববার রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাচন কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইয়াছমিন পারভীন তিবরীজি এসব কথা বলেন।
রোয়াংছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা পরান্টু চাকমার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোরকান এলাহী অনুপম।
এ সময় আরও বক্তব্য দেন পুলিশ সুপার জেরিন আখতার, জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম এবং রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, বান্দরবানের থানচি উপজেলার ৪টি ও রোয়াংছড়ি উপজেলার ৪ টিসহ মোট ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।