রাজশাহীর তানোর উপজেলার সাত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা ও চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউএনও পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল জলিল।
অন্যদের মধ্য বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন, জেলা আনসার কমান্ড্যান্ট কামাল হোসেন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) স্বীকৃতি প্রামাণিক, তানোর থানার ওসি রাকিবুল হাসান প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় তানোরের সাতটি ইউপির ৬৮টি কেন্দ্রের ৬৮ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৩৩৭ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ৬৭৪ জন পোলিং কর্মকর্তা অংশ নেন। এ ছাড়াও সাত ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত চার রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচনে অংশগ্রহণকারী ৩০ চেয়ারম্যান প্রার্থী উপস্থিত ছিলেন।
তানোরের সাত ইউনিয়নে মোট ভোটার সংখ্যা এক লাখ ১১ হাজার ১৫৯ জন। আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।