হোম > ছাপা সংস্করণ

পাকুন্দিয়ায় নৌকাবাইচ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার জাঙালিয়া ইউনিয়নের চরকাওনা ব্রহ্মপুত্র নদে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। ঐতিহ্য মেনে সপ্তমবারের মতো চরকাওনা এলাকাবাসী এ প্রতিযোগিতার আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হারুন-অর-রশীদ জুয়েল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. আজমল হোসেন। নৌকাবাইচ উদ্বোধন করেন ডা. শামীম আহমেদ। এর আগে নৌকাবাইচ উপভোগ করতে দুপুর থেকেই নদের দুই পাশে ভিড় করেন কয়েক হাজার নারী-পুরুষ। নৌকাবাইচকে কেন্দ্র করে নদপাড়ে মেলা বসে। হাজারো মানুষের উপস্থিতিতে এ সময় নদপাড় মিলনমেলায় পরিণত হয়।

ছোট, মাঝারি ও বড় সাইজের নৌকা ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে গফরগাঁও, হোসেনপুরসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১২টির বেশি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় ছোট আকারের নৌকা দৌড়ে প্রথম হয় দক্ষিণ চরটেকী গ্রামের জাহাঙ্গীর আলম মোনায়েমের নৌকা। পুরস্কার ১৫ হাজার টাকা ও একটি ফ্রিজ উপহার দেওয়া হয় তাঁদের। মাঝারি আকারের নৌকা দৌড়ে প্রথম হয় চরকাওনা গ্রামের মেনু মেম্বারের নৌকা। পুরস্কার দেওয়া হয় ২০ হাজার টাকা ও একটি বড় সাইজের ফ্রিজ। বড় নৌকার প্রতিযোগিতায় প্রথম হয়ে ২০ হাজার টাকা ও একটি বড় ফ্রিজ জিতে নেন খামা গ্রামের বাক্কা মিয়ার নৌকা।

আয়োজক কমিটির মোফাজ্জল মাস্টার জানান, সপ্তমবারের মতো এলাকাবাসীর উদ্যোগে বিশাল নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। নৌকাবাইচকে কেন্দ্র করে নদপাড় যেন মিলনমেলায় পরিণত হয়েছে। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনের উদ্দেশ্য হলো গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখা ও গ্রাম-বাংলার মানুষকে বিনোদন দেওয়া।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ