ময়মনসিংহ সিটি করপোরেশনের আকুয়া নাসিমা নার্সিং হোম এলাকা ও জিলা স্কুল এলাকায় যত্রতত্র আবর্জনা ফেলার দায়ে গতকাল তিন মামলায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান এই জরিমানা করেন।
মো. আরিফুর রহমান বলেন, সাধারণ মানুষকে একটি সুন্দর নগরী উপহার দিতে সিটি করপোরেশনের মেয়রের নির্দেশনায় কাজ করা হচ্ছে। পরিচ্ছন্ন নগরী গড়তে মানুষকে সচেতন করার পাশাপাশি নিয়মিত জরিমানা করা হচ্ছে। তবে মানুষকে সচেতন না হলে কোনোভাবেই এ কার্যক্রম বাস্তবায়ন সম্ভব নয়। এ সময় বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মহাব্বত আলী, বাজার আদায়কারী জালাল আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, রাত্রিকালীন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে শহরবাসীকে সন্ধ্যা থেকে রাত ১০টার মধ্যে নির্ধারিত স্থানে আবর্জনা ফেলতে বলা হয়েছে। দিনের বেলা কেউ যত্রতত্র আবর্জনা ফেললে সিসি টিভি ক্যামেরা ফুটেজ দেখে জরিমানার আওতায় আনা হচ্ছে।