হালুয়াঘাটে এবার শীতকালীন সবজি লাউখেতে তাণ্ডব চালিয়েছে বন্য হাতির দল। ভূবনকুড়া ইউনিয়নের পাহাড়ি রংগমপাড়ায় ধানের পর গত শনিবার চারজন কৃষকের প্রায় ২ একর সবজিখেত পায়ে পিষ্ট করে বিনষ্ট করে তারা। ক্ষতিগ্রস্তরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আগের ক্ষতিগ্রস্ত কৃষকেরা কোনো ক্ষতিপূরণ পায়নি।
কৃষক আবুল কাশেম বলেন, ‘ধারদেনা কইরা ১৫ কাঠা জমিতে লাউ লাগাইছিলাম। শনিবার রাইতো সব নষ্ট কইরা দিছে। আমারা বাঁচতে চাই, আর কিছু চাই না।’
ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা জানান, এক যুগ ধরে কোনো ফসলই তাঁরা পুরোপুরি ঘরে তুলতে পারেন না। ফসল কাটার মৌসুমে সীমান্তে ৩০-৪০ জনের দল নিয়মিত পাহারা দিতে হয়। হাতে মশাল, পটকা ও টর্চলাইট নিয়ে নির্ঘুম রাত কাটান তাঁরা। তাহলে কিছু ফসল রক্ষা করতে পারেন।
জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য আক্কাস আলী বলেন, খবর পেয়ে আমি হারুণ অর রশিদ, কালাম ও নূরুসহ কয়েকজন কৃষকের খেত পরিদর্শন করে আসছি। ধানের পর এখন সবজিখেত নষ্ট হওয়ায় তাঁরা খুব কষ্টে আছে। দ্রুত সরকারি সমাধান প্রয়োজন।
ফসলি জমির কী পরিমাণ ক্ষতি হয়েছে জানতে চাইলে কৃষি কর্মকর্তা মো. মাসাদুর রহমান বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। সরেজমিনে দেখে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করা হবে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম বলেন, ‘সীমান্তে এই সমস্যা দীর্ঘদিনের। এর জন্য কার্যকর উদ্যোগ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফসলসহ জানমাল রক্ষায় স্থানীয়ভাবে হাতি তাড়ানোর উদ্যোগ নেওয়ার পাশাপাশি বন বিভাগকে অবহিত করা হচ্ছে।