রংপুর বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ফের কমেছে। এক দিনে মারা গেছেন একজন। একই সময়ে ৬১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল সোমবার রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এর আগে রোববার তিনজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য বিভাগ।
ডা. মোতাহারুল জানান, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বিভাগে ৮৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার পাওয়া গেছে ৭ দশমিক ০৬ শতাংশ। এ সময়ে সুস্থ হয়েছেন ৮৬ জন।
সর্বশেষ মৃত ব্যক্তি দিনাজপুর জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১ হাজার ২২৫ জনে দাঁড়াল।
করোনার সূচনালগ্ন থেকে এ পর্যন্ত বিভাগে ২ লাখ ৭৩ হাজার ৭৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৪ হাজার ৬২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫১ হাজার ১৮৬ জন।