চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রশাসনের হস্তক্ষেপে দুদিনে দুটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। গত মঙ্গলবার রাতে বাঁশবাড়িয়া ইউনিয়নের বণিকপাড়ায় ও গত সোমবার রাতে ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটে দুটি বাল্যবিবাহ বন্ধ করে প্রশাসন।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, গত মঙ্গলবার রাতে বাঁশবাড়িয়া ইউনিয়নে ৯ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিবাহের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে ঘটনাস্থলে যান। ছাত্রীর পরিবারকে বাল্যবিবাহের কুফল ও আইনগত বিভিন্ন দিক বোঝানো হয়। এতে মেয়ের অভিভাবকেরা নিজেদের ভুল বুঝতে পেরে বাল্যবিবাহ বন্ধ করেন।
এদিকে এর গত সোমবার রাতে উপজেলার মাদামবিবিরহাটে দশম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহের প্রস্তুতির খবর পান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। তিনি বিয়ে বন্ধের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নাজিম উদ্দিনকে নির্দেশনা দেন। নির্দেশনা পেয়ে বিয়ে বন্ধ করেন ইউপি চেয়ারম্যান।