হোম > ছাপা সংস্করণ

মস্তিষ্কে রক্তক্ষরণে পুলিশের মৃত্যু

গাজীপুরের শ্রীপুর থানায় কর্মরত মো. জামাল উদ্দিন নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। গতকাল ভোর সাড়ে চারটার দিকে গাজীপুরের ভাড়া বাসায় তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জামাল উদ্দিন জামালপুর সদর উপজেলার বীর গোবিন্দবাড়ি নান্দিনা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, সোমবার থানার ডিউটি পালন শেষে বিকেলে সরকারি ডাক দিয়ে তাঁকে গাজীপুরে পাঠানো হয়েছিল। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হলে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীপুর মডেল থানায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

এ বিষয়ে খোন্দকার ইমাম হোসেন আরও বলেন, ‘এএসআই জামাল উদ্দিন বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য। তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব কর্তব্য যথাযথভাবে অত্যন্ত সততা, সুনাম, স্বচ্ছতার সঙ্গে পালন করে আসছিলেন। শ্রীপুর থানা-পুলিশ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ