হোম > ছাপা সংস্করণ

গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন

ফেনী প্রতিনিধি

ফেনীতে আন্তর্জাতিক গুম সপ্তাহে মানববন্ধন করেছেন গুম হওয়া ব্যক্তিদের স্বজন ও মানবাধিকার কর্মীরা। গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে গতকাল শনিবার দুপুরে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে তাঁরা এ মানববন্ধন করেন।

জেলার ‘মায়ের ডাক’ শীর্ষক হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের আয়োজনে ‘গুম বন্ধ কর, গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দাও’ স্লোগানে মানববন্ধনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘অধিকার’-এর ফোকালপারসন ও দৈনিক মানবজমিনের ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম। প্রধান অতিথির বক্তব্য দেন গুমের স্বীকার হওয়া যুবদল নেতা মাবুবুর রহমান রিপনের মা রৌশন আরা।

মানববন্ধনে বক্তারা গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে বলেন, ফেনীর যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার ৮ বছর পার হলেও পরিবার তাঁর হদিস পায়নি। রিপনের মতো আর কোনো ব্যক্তি যেন গুমের শিকার না হন, সেজন্য রাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখার দাবি জানান।

‘অধিকার’-এর তথ্য অনুযায়ী, ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের জুন পর্যন্ত দেশে ৬০৩ জন গুমের শিকার হয়েছেন বলে স্বজনেরা দাবি করেছেন।

মানবাধিকার কর্মী আবদুস সালামের সঞ্চালনায় বক্তব্য দেন ফেনী বিকন কলেজের প্রভাষক ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি নুরুল্লাহ কায়সার, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাঞ্জিলা রহমান প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ