নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ৫ জুয়াড়িকে জুয়ার আসর থেকে ধরে পুলিশে দিয়েছেন।
গত সোমবার রাতে বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড চিতারপুল এলাকায় সাজেদ স্টোর থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, বসুরহাট পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের মোশারফ হোসেনের ছেলে মোকারম হোসেন (৩৮), বাহার উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (২৪),৬ নম্বর ওয়ার্ডের মৃত হাবিব উল্যার ছেলে জহির উদ্দিন (৪৫),৮ নম্বর ওয়ার্ডের নুর নবীর ছেলে মো. মাসুদ (৩০) ও ৩ নম্বর ওয়ার্ডের কোরবান আলীর ছেলে ইকবাল হোসেন রাব্বি (৩০)।
মোবাইল ফোনে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক পুষ্প রঞ্জন বড়ুয়া আজকের পত্রিকাকে জানান, গ্রেপ্তার পাঁচজনকে মামলা দিয়ে গতকাল আদালতে সোপর্দ করা হয়েছে।