মুলাদীতে বই পড়তে অন্বেষণ গণপাঠাগার ও সমাজ উন্নয়ন কেন্দ্রে যাচ্ছে খুদে পাঠকেরা। গল্প, কবিতা, কমিকসসহ বিভিন্ন ধরনের বইয়ের সন্ধানে তারা পাঠাগারে ভিড় করছে। পাঠাগারের উদ্যোক্তারাও বাচ্চাদের জন্য প্রায় ২ হাজার বই সংগ্রহে রেখেছেন। শিশুদের বই পড়ার অভ্যাস গড়তে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পাঠাগার কর্তৃপক্ষ।
জানা গেছে, সাবেক অতিরিক্ত সচিব মো. ইমদাদুল হক ২০১৩ সালে নাজিরপুর গ্রামে অন্বেষণ গণপাঠাগার ও সমাজ উন্নয়ন কেন্দ্র গড়ে তোলেন। শুরু থেকেই পাঠাগারে বড়দের পাশাপাশি খুদে পাঠক গ্যালারি স্থাপন করা হয়।
নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরনাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাজিরপুর প্রগতি মাধ্যমিক বিদ্যালয়, নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্বেষণ গণপাঠাগারে বই পড়তে আসে বলে জানান পাঠাগার কর্তৃপক্ষ।
চরনাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মীম বলে, ঈশপের গল্প, কার্টুন, কমিকস পড়তে ভালো লাগে। কিন্তু বাড়িতে গল্প, কার্টুনের বই নেই। অন্বেষণ গণপাঠাগারে এসব বই থাকায় নিয়মিত পড়ার জন্য যাই।
নাজিরপুর গ্রামের বাসিন্দা রাশেদ মোল্লা জানান, ছেলে মেয়েরা নিয়মিত বই পড়ছে এটা আনন্দের সংবাদ। বইয়ের আগ্রহ শিশুদের খারাপ সঙ্গ থেকে দূরে রাখবে এবং ভবিষ্যতে তারা একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে।
অন্বেষণ গণপাঠাগারের গ্রন্থাগারিক মো. সজল জানান, প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত পাঠাগার খেলা থাকে। এটি সবার জন্য উন্মুক্ত। বর্তমানে খুদে পাঠকের সংখ্যা বাড়ছে।