হোম > ছাপা সংস্করণ

পাশে মাটি কেটে রাস্তা মেরামত, ধসের ঝুঁকি

এস আলম সুমন, কুলাউড়া (মৌলভীবাজার)

মৌলভীবাজারের কুলাউড়ায় হাকালুকি হাওরের তীরবর্তী সংযোগ সড়কে চলছে উঁচু ও প্রশস্তকরণের কাজ। সড়কের পাশে গর্ত করে মাটি তুলে এ মেরামতকাজ চলছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে বর্ষায় মাটি ধসে সড়কটি তলিয়ে যাওয়ার শঙ্কা করছেন তাঁরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ভূকশীমইল ইউনিয়নের গৌড়করণ-ইসলামগঞ্জ সড়কের দেড় কিলোমিটার উঁচু ও প্রশস্তের কাজ চলছে। কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের আওতায় ৩ লাখ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় স্থানীয় ইউনিয়ন পরিষদ। জানুয়ারিতে এ প্রকল্পের কাজ শুরু হয়, যার সময়সীমা আগামী মে পর্যন্ত।

স্থানীয়রা জানান, গৌড়করণ-ইসলামগঞ্জ সড়কটি দিয়ে হাকালুকি হাওরে যাতায়াত করেন স্থানীয় কৃষক ও মৎস্যজীবীরা। এমনকি বিলের মাছ পরিবহনে এ সড়ক ব্যবহার হয়। সড়কটি বর্ষায় হাওরের পানিতে তলিয়ে যাওয়ায় গাড়িসহ হেঁটেও চলাচল করা যেত না।

সড়কটি উঁচু ও প্রশস্তকরণে মাটি ভরাটের কাজ শুরু হয় গত জানুয়ারিতে। কিন্তু এ কাজে সড়কের পাশঘেঁষে গর্ত করে মাটি তোলা হচ্ছে। প্রতিদিন এ সড়ক মাছবোঝাই পিকআপ ও মাটি পরিবহনে ট্রলি যাতায়াত করে। কাজ শেষে মাস যেতে না যেতেই সড়কের পাশ ভেঙে মাটি গর্তে পড়ার উপক্রম হয়েছে।

হাওরে যাতায়াতকারী রছিম আলী ও আশফাক মিয়া জানান, হাওরে শিকার করা মাছ সংরক্ষণে ইসলামগঞ্জ বাজারে একটি হিমায়িত কারখানা রয়েছে। সেখান থেকে মাছ উপজেলার বিভিন্ন বাজারে নেওয়া হয়। রাস্তাটি নিচু ফলে বর্ষায় ইসলামগঞ্জ বাজারে যাতায়াত করা যেত না। মাটি ভরাটের কারণে বর্ষায় সহজে এ রাস্তা দিয়ে চলাচল করা যাবে। কিন্তু সড়কের পাশে গর্ত করে মাটি তুলে রাস্তায় ফেলায় বর্ষাকালে পানির স্রোতে সড়কটি ধসে যাবে।

প্রকল্পের সভাপতি ও স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনফর আলী বলেন, ‘কৃষকেরা তাঁদের জমি থেকে মাটি দেননি। ফলে বাধ্য হয়ে সড়কের পাশ থেকে গর্ত করে মাটি তোলা হয়েছে।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শিমুল আলী বলেন, ‘১০ ফুট দূরত্বের মাটি কেটে রাস্তা ভরাটের নির্দেশনা রয়েছে। এর ব্যত্যয় ঘটলে সড়কটি আবার সংস্কার ও পাশের গর্ত ভরাট করানো হবে। কাজটি যাতে সঠিকভাবে করা হয়—এ জন্য ইউপি সদস্যকে নির্দেশ দেব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ