ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে তিন অসহায় পরিবারকে চিকিৎসার জন্য দুই লাখ ২২ হাজার টাকার অর্থ সহায়তা দিয়েছে নবীনগরের আঞ্চলিক কথা, মানুষের কল্যাণে ফেসবুক গ্রুপ।
গত শনিবার বিকেলে উপজেলার শিক্ষক সমিতির কনফারেন্স রুমে এই টাকা পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়। এ সময় প্রতিটা পরিবারকে ৭৪ হাজার টাকা সহায়তা করা হয়।
সহায়তাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রছুল্লাবাদ ইউনিয়নের উত্তর দাররা গ্রামের আবুল খায়ের মিয়া, সাতমোড়া ইউনিয়নের কাজেল্লা গ্রামের অবিদ মিয়া ও পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের আছিয়া বেগম।
এ সময় উপস্থিত ছিলেন গ্রুপের সভাপতি মোজাম্মেল হক, প্রধান উপদেষ্টা নিলোফার ইয়াসমিন লাকী, সপ্না রহমান, নাছরিন জাহান চৌধুরী, আল মামুন, বিল্লাল মুন্সি, কবি আবু কাউছার, শাহারিয়ার বাপ্পী, মাহফুজ আলমগীর মুক্তার, মোমেন মিয়া, সাহাব উদ্দিন, মিশকাতুল ইসলাম, কবি এস এম রতন, আউলাদ হুসেন, আবুল খায়ের, ইয়াসমিন সুরাইয়া রাত্রি, রকিবুল ইসলাম, মোস্তকিম খাজা আহমেদ, কামরুল ইসলাম, মো. বাহাদুর ইসলাম, ইসমাইল হোসেন, সাকিবুল হাসান, মো. রানা, এইচএম মোস্তফা, আলামিনুল হক আলামীন, গোলাম সারোয়ার, কবির কবির, নুরুল হক ভুঁইয়া প্রমুখ।