‘সিলেট বিভাগের চারটি জেলাতেই বালু পাওয়া যায়। তবে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় সিলিকা বালু অপেক্ষাকৃত বেশি। এ কারণে ব্যবসায়ীরা অনেক টিলা এবং চা-বাগানেও বালু উত্তোলন শুরু করেছেন। ফলে ছড়া সংলগ্ন কৃষিজমি, বাঁশঝাড়, গাছগাছালি এবং বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।’
গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত ‘হবিগঞ্জে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন, প্রতিবেশ ও পরিবেশ বিপর্যয় রোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
এ সময় সভায় জানানো হয়, হবিগঞ্জ জেলার ৩০টি বালু মহাল আছে। বালু উত্তোলনের জন্য নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোনো স্থান থেকে বালু উত্তোলন যেন না হয় সে ব্যবস্থা ব্যবস্থা নিতে বলা হয়।
বাপা হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ইশরাত জাহান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেলার সিলেট বিভাগীয় সমন্বয়ক শাহ সাহেদা আখতার।