বাউফল উপজেলায় নাদিয়া আক্তার (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গত শুক্রবার উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের উত্তর নুরাইনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নাদিয়া ওই গ্রামের বাবুল মৃধার মেয়ে।
নাদিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য গতকাল শনিবার সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
প্রতিবেশী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নাদিয়ার মা হনুফা বেগম তাঁর খালার বাড়ি বেড়াতে যাওয়ায় ঘরে একাই ছিল নাদিয়া। সকাল সাড়ে ১০টা দিকে এক প্রতিবেশী নাদিয়াকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার দেন। প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাদিয়াকে মৃত ঘোষণা করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘এসএসসি পরীক্ষার্থী নাদিয়ার লাশ ময়নাতদন্তের জন্য গতকাল সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’