চলতি শতাব্দীতে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি শিল্পবিপ্লবের আগের তুলনায় দেড় বা ২ ডিগ্রি সেলসিয়াসে আটকে রাখাই চলমান জলবায়ু সম্মেলনের (কপ-২৬) মূল বিষয়। গত নয় দিনের আলোচনায় যেসব প্রতিশ্রুতি পাওয়া গেছে, তাতে তা ১ দশমিক ৮ ডিগ্রির আশপাশে রাখা যাবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু বিশ্বের তাপমাত্রা মাত্র ২ ডিগ্রি বাড়লেও তাতে চলতি শতাব্দীতে সরাসরি ১০০ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে যুক্তরাজ্যের ‘মেট অফিস’-এর এক প্রতিবেদনে।
কপ-২৬-এ উপস্থাপিত প্রতিবেদনটিতে বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা এবং আর্দ্রতার গঠনে বড় পরিবর্তন আসবে। ফলে চরম গরমের পরিমাণ বাড়বে। গরমের কারণে ক্ষতিগ্রস্ত বা মৃত মানুষের সংখ্যা বর্তমানের চেয়ে ১৫ গুণ বাড়তে পারে।
প্রতিবেদন-সংশ্লিষ্ট অ্যান্ডি উইল্টশায়ার বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, দাবানল, খরা, খাদ্য স্বল্পতা, অতিবৃষ্টির পাশাপাশি গরমের ধরনে বড় পরিবর্তন আসবে। এতে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।
ব্রিটিশ জার্নাল ‘নেচার’-এর সাম্প্রতিক এক প্রতিবেদনের বরাতে আল জাজিরা জানায়, আগামী কয়েক দশকে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার (মিনা অঞ্চল) কোনো কোনো অঞ্চলের দৈনিক তাপমাত্রা ৬০ ডিগ্রি বা তার বেশি হতে পারে।
এতে আরও বলা হয়, ২১০০ সালের মধ্যে মিনা অঞ্চলের ৬০ কোটি বা প্রায় অর্ধেক বাসিন্দা ‘তীব্র’ বা ‘সুপার-স্ট্রিম’ গরমের মুখে পড়বে। সেখানে দীর্ঘস্থায়ী পানি সমস্যা বাড়বে। অর্থনীতিসহ সার্বিক জনজীবনে এর প্রভাব পড়বে।
নেচারের প্রতিবেদনটির প্রধান বিজ্ঞানী জর্জ জিটিস আল জাজিরাকে বলেন, কয়েক দশকের মধ্যে মিনা অঞ্চলের কোনো কোনো জায়গায় গরম মানুষের সহ্যক্ষমতার বাইরে চলে যাবে। গালফ, আরব এবং লোহিত সাগরের আশপাশের অঞ্চলগুলোয় এ ধরনের ঘটনা বাড়বে বেশি। এসব সাগর থেকে জলীয় বাষ্প উড়ে গিয়ে বায়ুস্তরে জড়ো হয়ে আর্দ্রতার গঠনে পরিবর্তনের কারণে মাত্রাতিরিক্ত গরম বাড়বে।
বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের বড় বড় শহরে নিচু দ্বীপ অঞ্চলের মতো গরম রেকর্ড হবে। গরমের মৌসুম বেড়ে চার মাস হতে পারে। তা ছাড়া, বিশ্বে পানিসংকটে থাকা দেশগুলোর প্রায় ৭০ শতাংশ মিনা অঞ্চলে।
জলবায়ুবিষয়ক সংস্থা সিএমসিসি ফাউন্ডেশনের কর্মকর্তা পাওলা মার্কোগ্লিয়ানো বলেন, গরম বাড়ার কারণে মিনা অঞ্চলের সমাজে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। কারণ, ২০৬৫ সালের মধ্যে অঞ্চলটির জনসংখ্যা বৃদ্ধি চূড়ায় পৌঁছাবে।
মিনা অঞ্চলের প্রায় ৪৫ শতাংশ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। জলবায়ু পরিবর্তনের কারণে অঞ্চলটির মোট জিডিপি ২০৫০ সালের মধ্যে ৭-১৪ শতাংশ কমতে পারে। কারণ, তাপমাত্রা বৃদ্ধির কারণে সেখানকার প্রায় এক-তৃতীয়াংশ আবাদি জমি চাষাবাদের অনুপযুক্ত হয়ে পড়তে পারে।