হোম > ছাপা সংস্করণ

বোরো খেতে ইঁদুরের হানা ফসলহানির শঙ্কায় কৃষক

গৌরনদী প্রতিনিধি

সবুজ বোরো খেত স্বপ্ন দেখাচ্ছিল কৃষকদের। ঠিক তখনই জমিতে ইঁদুরের উপদ্রব। এতে বিপাকে পড়েছেন গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরা। সঠিক সময়ে যদি ইঁদুর মারা সম্ভব না হয় তাহলে বড় ধরনের ক্ষতির শঙ্কা এখন তাঁদের মনে।

উপজেলার গেরাকুল, মাহিলাড়া, হাপানিয়া গ্রামের একাধিক কৃষক জানান, বোরো খেতে ইঁদুরের আক্রমণ ব্যাপক হারে বেড়েছে। সবুজ ধানগাছের গোড়া গুলো কেটে দিচ্ছে ইঁদুর। ইঁদুরের আক্রমণ ঠেকাতে ফাঁদ, ওষুধসহ বিভিন্ন পদ্ধতির আশ্রয় নিয়েও লাভ হচ্ছে না।

মাহিলাড়া গ্রামের কৃষক জালাল সরদার বলেন, ‘আমি ৩৫ শতক জমিতে বোরো ধান রোপণ করেছি। সার, ওষুধ ব্যবহার করায় ধানের গোছা ভালো ভাবে বেড়ে উঠছে। কিন্তু ইঁদুরে ধান গাছের গোড়া কেটে নিয়ে যাওয়াতে খেতের ধান ফাঁকা হয়ে যাচ্ছে। ইঁদুর মারার জন্য ফাঁদ, ওষুধ ব্যবহার করেছি। কিন্তু তারপরেও ইঁদুরের আক্রমণ ঠেকাতে পারছি না। এভাবে চলতে থাকলে ফলন বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।’

একই ধরনের শঙ্কা মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামের কৃষক হানিফ বেপারীর। তিনি হতাশ কণ্ঠে বলেন বলেন, ‘আমি দরিদ্র মানুষ। ধার দেনা করে বোরো চাষ করেছি। ফসলও ভালো হয়েছে। ইঁদুরে যেভাবে ধানের গোড়া কেটে নিয়ে যাচ্ছে তাতে কয়েক দিনের মধ্যে খেত ফাঁকা হয়ে যাবে। এভাবে ইঁদুরের আক্রমণ চলতে থাকলে পরিবার নিয়ে পথে বসতে হবে।’

বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকেরা যত তাড়াতাড়ি সম্ভব কৃষি বিভাগ থেকে ইঁদুর মারতে সমন্বিত উদ্যোগ গ্রহণের দাবি জানান।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুনুর রহমান আজকের পত্রিকাকে জানান, ইঁদুর মারায় কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। এ বিষয়ে কৃষকদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত ইঁদুর মারার ব্যবস্থা করে কৃষকদের ক্ষতির হাত থেকে রক্ষা করার চেষ্টা করব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ