হোম > ছাপা সংস্করণ

অপেক্ষার বিরক্তি ঘোচাবে বই

পঞ্চগড় প্রতিনিধি

অপেক্ষার সময় যেন পার হতেই চায় না। অনেকে সেলুনে চুল কাটাতে গিয়ে সিরিয়াল পেতে অপেক্ষা করতে করতে বিরক্ত হন। তাই তো জাতীয় কবি নজরুল ইসলাম স্মৃতি পাঠাগার পঞ্চগড় শহরের বিভিন্ন সেলুনে পাঠাগার তৈরির উদ্যোগ নিয়েছে।

‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই’ প্রতিপাদ্যে বিভিন্ন সেলুনে পাঠাগার তৈরি করা হবে। এই পাঠাগারের মূল উদ্যোক্তা হলেন আল আমিন, তিনি মকবুলার রহমান সরকারি কলেজের বাংলা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র।

গত শনিবার নিউ পারসন এক্সক্লুসিভ জেন্টস পারলারে পাঠাগারের উদ্বোধন হয়। মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ এম দেলওয়ার হোসেন প্রধান এই সেলুন পাঠাগারের উদ্বোধন করেন। এ সময় সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক হাসনুর রশিদ বাবু, ব্যাংক এশিয়া পঞ্চগড় শাখার ম্যানেজার আব্দুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

তরুণ উদ্যোক্তা আল আমিন জানান, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে পঞ্চগড় শহরে ২১টি সেলুনে ২১টি সেলুন পাঠাগার গড়ে তুলবেন তিনি। এতে জাতীয় কবি নজরুল ইসলাম স্মৃতি পাঠাগারের বই থাকবে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে বই সংগ্রহ করছেন তিনি।

আল আমিন আরও জানান, সেলুনে এসে অপেক্ষার সময়টুকু অনেকে মোবাইল ফোনে গেম খেলে কাটিয়ে দেন। অনেকে বিরক্ত হন। এখন থেকে তাঁরা বই পড়তে পারবেন। সম্পূর্ণ বই পড়ে ফেলতে না পারলেও বইয়ের নাম জেনে পরে পড়বেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ