বান্দরবানে আগামীকাল শনিবার শুরু হচ্ছে মুজিববর্ষ দুরন্ত মাউন্টেন বাইক রেস। এ দিন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং সকাল ৭টায় এর উদ্বোধন করবেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের এ বিষয়ে বিস্তারিত জানান আয়োজকেরা। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের এই আয়োজনে সহযোগিতায় করছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ-ইউএনডিপি-সিএইচটিডিএফ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর উদ্যাপনের অংশ হিসেবে এর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহেরুল আলম চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন।
সংবাদ সম্মেলনে তাহেরুল আলম জানান, বান্দরবান শহরের রাজার মাঠ থেকে বাইকে রেস শুরু হবে। পরে থানচি সড়কের নীলদিগন্ত গিয়ে ইউ-টার্ন হয়ে বান্দরবান সদরের মিলনছড়ি এলাকায় এসে শেষ হবে। ১০০ কিলোমিটার দীর্ঘ এ সাইক্লিং এ দেশের ১০০ জন প্রতিযোগী অংশ নেবেন।
এদিকে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি থেকে ২৫ জন অংশ নেওয়ার কথা আছে। এ ছাড়া প্রতিযোগিতায় ১০ জন নারী সাইক্লিস্ট অংশ নেওয়ার লক্ষ্য থাকলেও বৃহস্পতিবার পর্যন্ত ৫ নারী নিবন্ধন করেছেন।