গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় আব্দুর রাজ্জাক (৪৭) নামে এক ব্যক্তিকে নারীসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় এলাকাবাসী। গত রোববার রাত ১০টার দিকে সদর উপজেলার কুপতলা ইউনিয়নের পূর্ব বেড়াডাঙ্গা আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, ঘটনা জানার পরই পুলিশ সেখানে যায়। এরপর জনতার হাতে আটক হওয়া আব্দুর রাজ্জাককে থানায় নিয়ে আসা হয়।