হোম > ছাপা সংস্করণ

‘আমার সব বই পুড়ে গেছে, পড়ব কীভাবে’

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

‘আমার সব বই পুড়ে গেছে, আমি পড়ব কীভাবে! কে বই-খাতা কিনে দেবে?’ এমন অনেক প্রশ্নই দিনমজুর বাবার সন্তান মো. ওজাইরের মনে। সে কৈয়ারবিল আইডিয়াল হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

গতকাল বুধবার কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মিয়াজিরপাড়ার জামাল হোছাইন মিন্টু (৪০) ও কামাল হোছাইনের বসত বাড়ি পুড়ে গেছে। মো. ওজাইর ওই বাড়ির জামালের ছেলে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তাদের বাড়িতে সৌরবিদ্যুতের শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে হঠাৎ জামালের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। পরে কামাল হোছাইনের বসত বাড়িতে ছড়িয়ে পড়ে।

জামাল জানান, কেয়ার বাংলাদেশ সংগঠন থেকে পাওয়া একটি গরু বিক্রির ৬০ হাজারসহ ৭০ হাজার নগদ টাকা, মেয়ের আড়াই ভরি স্বর্ণ, কাপড়, আসবাবপত্র, ছেলের বই ছাই হয়ে গেছে।

কৈয়ারবিল আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. ইসহাক হায়দার সোহেল জানান, মো. ওজাইর বাড়িতে আগুন লেগে তার বই ও জামাকাপড় পুড়ে গেছে। স্কুলের পক্ষ থেকে তাকে নতুন বই ও জামা দেওয়া হবে।

বসতঘর পুড়ে যাওয়ার খবরে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। তাৎক্ষণিক সহযোগিতার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের প্রশাসনের পক্ষ থেকে আরও সাহায্য করা হবে বলে জানিয়েছেন ইউএনও।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ