১. বজ্রপাতের সময় ফোন, কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে থাকুন। ক্ষয়ক্ষতি কমানোর জন্য বৈদ্যুতিক প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে।
২. বজ্রপাতের সময় পুকুর, নদী বা খাল-বিলে মাছ ধরা ও নৌকা ভ্রমণ বন্ধ রাখতে হবে। নৌকার ছাউনির নিচে অবস্থান করতে হবে।
৩. রাস্তায় চলাচলের সময় হঠাৎ ঝড় ও বজ্রপাত শুরু হলে যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিতে হবে।
৪. খোলা জায়গায় কোনো বড় গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না। কোনো বড় খুঁটির নিচে দাঁড়ানো যাবে না।
৫. বজ্রপাতের সময় বাড়ির ছাদে যাওয়া যাবে না। ঘরের জানালার কাছাকাছি ও বারান্দায় যাওয়া যাবে না। ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে।
৬. বজ্রপাতের সময় যদি গাড়ির ভেতর থাকেন, তাহলে গাড়ির ভেতরের ধাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ রাখবেন না। সম্ভব হলে গাড়িসহ কংক্রিটের ছাউনির নিচে যাওয়ার চেষ্টা করুন।