বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন করা হয়েছে পঞ্চগড়ের বোদায়। গতকাল শনিবার উপজেলার পাঁচপীর ইউনিয়নের পাঁচপীর বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।
বোদা মানব কল্যাণ পরিষদের আয়োজনে এবং নেটজ বাংলাদেশের সহযোগিতায় মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন অর রশিদ, এসভিডির নির্বাহী পরিচালক মিজানুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অজয় কুমার রায় ও শিক্ষার্থী নিলিমা রায়।