কলাপাড়ায় রাজিব হাওলাদার (২৪) নামের এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগে ছাত্রলীগ নেতা অমি গাজীকে (২৪) জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গত বুধবার দুপুরে কলাপাড়া থানা–পুলিশ তাঁকে ও তাঁর সহযোগী ইমনকে (২৩) আদালতে সোপর্দ করে। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশনা দেন।
এর আগে মঙ্গলবার রাতে রাজিবের মা খালেদা বেগম বাদী হয়ে অমিকে প্রধান আসামি করে ৭ জনের নামে কলাপাড়া থানায় মামলা করেন। পুলিশ ওই দিন রাতেই অমি ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করে। অমি উপজেলার সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
মামলায় ওই শিক্ষার্থীর মা উল্লেখ করেন, রাতে পৌরশহরের মাদ্রাসা সড়ক এলাকায় অবস্থান করছিল তাঁর ছেলে রাজিব। এ সময় অমির নেতৃত্বে ৭ যুবক তাঁকে হত্যার উদ্দেশ্যে মারধর ও কুপিয়ে জখম করেন। পরে গুরুতর জখম রাজীবকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম বলেন, ‘এ ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তার করতে চেষ্টা অব্যাহত আছে।’