বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, এটা খুবই দুঃখজনক। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে আলাপ করেছেন, সরকারিভাবে আলাপ করেছেন। তারা অঙ্গীকার করেছে সীমান্তে একটি লোকও মারা যাবে না। এ নিয়ে বিভিন্ন পর্যায়ে, মন্ত্রী পর্যায়ে, বিজিবি-বিএসএফ পর্যায়ে আলােচনা ও বৈঠক হয়েছে কেউই যাতে মারা না যায়। এত কিছুর পরও সীমান্তে দুর্ঘটনা ঘটছে। এটি বাংলাদেশের জন্য দুঃখজনক এবং ভারত সরকারের জন্য লজ্জাজনক।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গতকাল শনিবার দুপুরে
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পৃথিবীর সব দেশ এক বাক্যে স্বীকার করেছেন রোহিঙ্গারা তাদের দেশে ফেরত যাক। ইতিমধ্যে সর্বসম্মত প্রস্তাব পাস হয়েছে। এতে আমরা বিশ্বাস করি রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের ওপর আরও চাপ পড়বে ।
রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত সাড়ে ১৮ হাজার রোহিঙ্গাকে নেওয়া হয়েছে। এই মাসের মধ্যে আবার নেওয়া শুরু হবে। রোহিঙ্গারা স্বেচ্ছায় ভাসানচরে যাচ্ছে। আশা করি এই বছরের মধ্যেই এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে নিতে সক্ষম হব।