ইউপি নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থী হওয়ায় বরিশাল সদর উপজেলার ছয়টি ইউনিয়নে বিদ্রোহী ৭জন প্রার্থীকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। গতকাল শুক্রবার সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম রেজা মোফাজ্জেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বহিষ্কার হওয়া বিদ্রোহী প্রার্থীরা হলেন, রায়পাশা কড়াপুর ইউনিয়নের মো. হাবিবুর রহমান খোকন ও মিজানুর রহমান জাকির, শায়েস্তাবাদ ইউনিয়নের রুবেল হোসেন মামুন, চরমোনাই ইউনিয়নের গিয়াস উদ্দিন হাওলাদার, চরকাউয়া ইউনিয়নের সুলতান আহমেদ খান ও মো. হারুন-অর রশিদ এবং চাঁনপুরা ইউনিয়নের মো. জাহিদ হোসেন।