হোম > ছাপা সংস্করণ

কালকিনিতে সং ঘটনায় মামলা

মাদারীপুর প্রতিনিধি

আধিপত্য বিস্তার নিয়ে কালকিনি উপজেলায় দুই পক্ষের সংঘর্ষ ও অর্ধশত হাত বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। গতকাল রোববার সকালে আপাং কাজী গ্রুপের পক্ষ থেকে শাহিনুর বেগম নামে এক নারী বাদী হয়ে কালকিনি থানায় মামলাটি করেন। এই মামলায় অর্ধশতাধিক লোকজনকে আসামি করা হয়েছে।

জানা গেছে, উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারের চর গ্রামের ভুলু খানের ছেলে মিরাজ খানের সম্প্রতি বাম পা কেটে নিয়ে যায় স্থানীয় আপাং কাজীর লোকজন। এ ঘটনায় মিরাজ খানের ভাই কালাম খান বাদী হয়ে কালকিনি থানায় আপাং কাজীসহ ৩৫ জনকে আসামি করে একটি মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে পা কাটা মামলার বাদীর চাচা একই এলাকার তিতাই খানের ছেলে লিয়াকত খানের দুই পা গত মঙ্গলবার দুপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে দেন আসামিরা। পরে তাঁকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এর জের ধরে আবারও শনিবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে স্থানীয় মেরাজুল কাজী, শহিদুল কাজী, জাহাঙ্গীর ব্যাপারী, সুমন তালুকদার ও সারমিনসহ প্রায় ১০ জন আহত হন।

কালকিনি থানার ওসি ইশতিয়াক আশরাফ রাসেল বলেন, ‘মামলা হয়েছে। আসামিদের ধরতে চেষ্টা চলছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ