বগুড়ায় আঞ্চলিক ইজতেমার দ্বিতীয় দিন গতকাল শুক্রবার লক্ষাধিক মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। ৯ একর আয়তনের মাঠে স্থানসংকুলান না হওয়ায় মহাসড়ক ও আশপাশের বিভিন্ন রাস্তা, মাঠ, বাসাবাড়ি এবং খোলা স্থানে নামাজ আদায় করেন মুসল্লিরা।
গত বৃহস্পতিবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে বগুড়ার ঝোপগাড়ি এলাকায় মারকাজ মসজিদ প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই ইজতেমা শুরু হয়। বিশ্ব ইজতেমার সঙ্গে মিল রেখে তিন দিনব্যাপী এই আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।
ইজতেমা ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহ আলম বলেন, ‘নামাজে লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছেন বলে ধারণা করছি। কিন্তু করোনা ও ওমিক্রনের জন্য গতবারের তুলনায় মুসল্লি কম এসেছেন।’
সরেজমিন দেখা গেছে, জুমার নামাজ আদায়ের জন্য জেলার বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা যানবাহনে করে ও হেঁটে ইজতেমা প্রাঙ্গণে পৌঁছান। বেলা ১১টার মধ্যেই ইজতেমা মাঠ পূর্ণ হয়ে যায়।
আজ শনিবার জোহর নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বগুড়ার আঞ্চলিক ইজতেমা শেষ হচ্ছে। মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের শুরা সদস্য সৈয়দ ওয়াসিফুল্লাহ। আয়োজকেরা আশা করছেন, তিন লক্ষাধিক মানুষ আখেরি মোনাজাতে অংশ নেবেন।