হোম > ছাপা সংস্করণ

ফ্রিজে রাখা আচার খেয়ে শিশুর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ফ্রিজে রাখা আমের আচার খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর অসুস্থ হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া গ্রাম ওই ঘটনা ঘটে।

নিহত সানিয়া (৭) ধলাদিয়া গ্রামের সাইদুর রহমান সজিব মোড়লের মেয়ে। গুরুতর অসুস্থ অপর হলেন সাইদুরের মা শাহনাজ বেগম (৫০) ও ভাতিজি মেহজাবিন (১৩)।

সাইদুর রহমান বলেন, সোমবার বেলা ১১টার দিকে তাঁর ঘরে থাকা ফ্রিজ থেকে তাঁর মেয়ে, মা ও ভাতিজি আমের আচার খায়। এরপর সবাই অসুস্থ হয়ে পড়ে। পরে বেশি অসুস্থ তাঁর মেয়ে সানিয়াকে রাজেন্দ্রপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সাইদুর বলেন, ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে সানিয়া মারা যায়।

সাইদুর রহমান বলেন, ‘পরবর্তীতে আমার মা ও ভাতিজি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

শ্রীপুর থানায় উপপরিদর্শক কামরুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের সদস্যদের আবেদনে বিনা ময়নাতদন্ত স্বজনদের কাছে শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ