বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম বলেছেন, ‘সময়ের পরিবর্তনে অপরাধের গতিবিধি পরিবর্তন হচ্ছে। আমাদেরও এ সবকিছু মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। অপরাধ দানা বাঁধার আগেই তা প্রতিরোধে করতে হবে। ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে।’
বিএমপির অতিরিক্ত কমিশনার আরও বলেন, তথ্য ও প্রযুক্তিতে অনেকটা এগিয়ে আছি। প্রতিটি নাগরিকের তথ্য ও গতিবিধি আর অজানা থাকবে না। শুক্রবার বিএমপির কাউনিয়া থানায় অনুষ্ঠিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওপেন হাউস ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপপুলিশ কমিশনার (উত্তর) মো. জাকির হোসেন মজুমদার। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান মুকুলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর বিদ্যুৎ চন্দ্র দেসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।