হোম > ছাপা সংস্করণ

যৌন হয়রানির অভিযোগ ওঠা কর্মকর্তাকে বদলি

কুড়িগ্রাম প্রতিনিধি

সেবাগ্রহীতা এক নারীকে যৌন হয়রানির অভিযোগ ওঠা কুড়িগ্রাম জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক আব্দুল মোত্তালেব সরকারকে কুড়িগ্রাম থেকে খাগড়াছড়িতে বদলি করা হয়েছে। গত ২২ ডিসেম্বর তাঁর বদলির আদেশ জারি করে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। সদ্য যোগ দেওয়া কুড়িগ্রাম জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন উপসহকারী পরিচালক কবির হোসেন জানান, গত ২২ ডিসেম্বর আব্দুল মোত্তালেব সরকারকে কুড়িগ্রাম থেকে খাগড়াছড়িতে বদলি করা হয়েছে। ২৩ ডিসেম্বর তিনি এক আদেশে যশোর থেকে বদলি হয়ে উপসহকারী পরিচালক হিসেবে কুড়িগ্রামে যোগ দিয়েছিলেন।

এর আগে গত ২১ ডিসেম্বর কুড়িগ্রাম জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক আব্দুল মোত্তালেব সরকারের বিরুদ্ধে অফিসের ভেতরেই এক সেবাগ্রহীতা নারীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। ঘটনার পরপর উপস্থিত লোকজন ৯৯৯ এ ফোন করে সহায়তা চাইলে ওই নারীকে উদ্ধার করে থানায় নেয় পুলিশ। যদিও ওই নারী পরে থানায় কোনও লিখিত অভিযোগ করেননি। বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হলে অভিযুক্ত কর্মকর্তা আব্দুল মোত্তালেব সরকারকে কুড়িগ্রাম থেকে খাগড়াছড়িতে বদলির আদেশ দেয় অধিদপ্তর।

তবে, এ ঘটনা পূর্ব পরিকল্পিত ও সাজানো বলে দাবি করেছেন বদলি হওয়া অভিযুক্ত উপসহকারী পরিচালক আব্দুল মোত্তালেব সরকার।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ