হোম > ছাপা সংস্করণ

কমেছে শীত সবজির দাম

নীলফামারী প্রতিনিধি

বাজারে কমেছে শীতের সবজির দাম। ফলে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষের হাতের নাগালে এখন শীতের সবজি। বাজারে আমদানিও রয়েছে প্রচুর। এতে খুশি বাজারে আসা ক্রেতারা।

সৈয়দপুর রেলগেট বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে দেশি আলু প্রতি কেজি ২০ থেকে ১৪ টাকা, সেভেন জাতের আলু ১০ থেকে ৬ টাকা, ৩০ থেকে ২০ টাকা, শিম ৪০ থেকে ৩২ টাকা, মিষ্টি আলু ৩২ থেকে ২৫ টাকা, গাজর ৩০ থেকে ২০ টাকা, মটরশুঁটি ১০০ থেকে ৬০ টাকা, পেঁপে ২০ থেকে ১৫ টাকা, টমেটো ৪০ থেকে ২৪ টাকা, মুলা ১৫ থেকে ১০ টাকা, মরিচ ৪০ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে, ফুলকপি প্রতি কেজি ২০ থেকে ৩০ টাকা, ক্ষীরা ১৮ থেকে ২৮ টাকা, লাউ প্রতি ১৫ থেকে ২০ টাকা, গোল বেগুন ৩৫ থেকে ৪০ টাকায় বেড়েছে।

শহরের জুম্মাপাড়ার স্কুলশিক্ষক নাঈম শাহরিয়ার পিউ জানান, ‘শীতের ভরা মৌসুমে বাজারে সবজির দাম কমায় এখন ভোক্তাদের অনেকটা হাতের নাগালে। আগে ৫০০ টাকার বাজারে ব্যাগ ভর্তি হতো না। কিন্তু বর্তমান বাজারে সাধারণ মানুষ ১০০ টাকার সবজি স্বাচ্ছন্দ্যে ক্রয় করতে পারছেন। তবে, কিছু সবজির দাম এখনো বছরের অন্য সময়ের মতোই রয়ে গেছে।’

ডিমলা কাঁচাবাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আব্দুস সালাম আজকের পত্রিকাকে জানান, বাজারে প্রচুর শীতকালীন সবজির সরবরাহ রয়েছে। দাম কমে যাওয়ায় ক্রেতারা হাসিমুখে ব্যাগ ভর্তি হরেক রকম সবজি ক্রয় করছেন। আবহাওয়া ভালো থাকলে এমন দাম আরও কিছুদিন থাকবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ