হোম > ছাপা সংস্করণ

পটুয়াখালীতে গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে সম্প্রতি বেড়েছে গরু চুরি। তবে এ গরু চোর সদস্যদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। গত শুক্রবার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাঁধঘাট এলাকা থেকে গরু চুরির অভিযোগে ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় চুরি হওয়ায় দুটি গরু উদ্ধার করা হয়।

শুক্রবার রাতে পটুয়াখালী গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিবি পটুয়াখালী টিমের উপপুলিশ পরিদর্শক মো. জাকির হোসেন মোল্লা গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করেন। এ সময় পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর বাদুরা বাঁধঘাট এলাকায় বিক্রির অপেক্ষায় থাকা একটি গাভি ও একটি বাছুরসহ মেহেদী হাসান (২৪) নামে এক চোরকে আটক করে। মেহেদী পূর্ব হেতালিয়া এলাকার বাসিন্দা। উদ্ধারকৃত গরু সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে আটক মেহেদী হাসানসহ গরু চোর চক্রের সঙ্গে জড়িত লিমন আকন (৩৮), মো. কামাল হোসেন গাজী (২৪) মো. কবির হোসেন ওরফে কসাই কবির (৪০), মো. স্বাধীন (২৮) ও মো. শাহিনকে (২২) গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া চোর চক্রের সদস্যরা পটুয়াখালী ও এর আশপাশের জেলা থেকে গরু চুরি করে এনে বিক্রি করে এবং বিভিন্ন সময় জবাই করে মাংস বিক্রি করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার তাঁদের আদালতে হাজির করা হয়।

পটুয়াখালী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘জেলায় গরু চুরি প্রতিরোধ করতে পুলিশ কাজ করছে। হাট বাজারের পাশাপাশি বিভিন্ন প্রবেশ পথ গুলোতে পুলিশের চেকপোস্ট কাজ করে। এরপরও বাজারে যে সব গরু জবাই করে মাংস বিক্রি হয়, সে সব গরু জবাই করার আগে গরুর ছবি তুলে রাখাসহ গরুর প্রকৃত মালিকের পরিচয় যাচাই করা হচ্ছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ