বহুল আলোচিত নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ৬২ তম জন্মদিন জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। গতকাল বুধবার বসুরহাট পৌরসভা মিলনায়তনে তিনি তাঁর সদ্য প্রতিষ্ঠিত ছিন্নমূল পথশিশু স্কুলের শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন।
গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে জন্মদিন পালন করেন তিনি। এ ছাড়া পৌরসভায় সহস্রাধিক শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
দিনব্যাপী এসব অনুষ্ঠানে তাঁর অনুসারী আওয়ামী লীগের অঙ্গসংগঠন, বিভিন্ন পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতারা তাঁকে শুভেচ্ছা জানায়। সন্ধ্যার পর বঙ্গবন্ধু চত্বরে দৃষ্টিনন্দন আতশবাজি, কেক কেটে ও চট্টগ্রাম থেকে আসা শিল্পীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।