হোম > ছাপা সংস্করণ

মালয়েশিয়ায় উচ্চশিক্ষা: ফুল ফ্রি স্কলারশিপ

বর্তমানে ইউরোপ, আমেরিকার সঙ্গে পাল্লা দেওয়ার মতো শিক্ষাব্যবস্থা গড়ে তুলেছে মালয়েশিয়া। দেশটিতে রয়েছে ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ের ওপরের দিকে থাকা বেশ কিছু সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। বর্তমানে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের বেশ কিছু নাম করা বিশ্ববিদ্যালয় শাখা খুলেছে এ দেশে।

মালয়েশিয়ার লেখাপড়ার সব ধরনের কারিকুলাম যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াকে মাথায় রেখে করা হয়েছে। স্টুডেন্টদের উচ্চশিক্ষার সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে। যেমন উন্নত রিসার্চ ল্যাব, লাইব্রেরি, ক্যাম্পাস, আধুনিক শিক্ষা সরঞ্জাম, দক্ষ শিক্ষক ইত্যাদি। ইউরোপ-আমেরিকায় না গিয়ে সেই দেশের মানের ও গুণের শিক্ষা পেতে পারেন মালয়েশিয়ায়। আবার ইউরোপ ও আমেরিকার তুলনায় এ দেশে শিক্ষার জন্য আপনাকে ওই পরিমাণ অর্থও খরচ করতে হবে না। রয়েছে স্কলারশিপের সুবিধা। ফুল-ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ দিচ্ছে মালয়েশিয়ার প্রাচীনতম বিশ্ববিদ্যালয় মালয় বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সব দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

মালয় বিশ্ববিদ্যালয় রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত। ২০২২ সালের কিউএস র‍্যাঙ্কিংয়ে বিশ্বে ৬৫তম স্থান দখল করেছে বিশ্ববিদ্যালয়টি। প্রতিবছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রায় ৫৫০টির বেশি ফুল-ফ্রি স্কলারশিপ দিয়ে থাকে মালয় বিশ্ববিদ্যালয়। 

ফুল-ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ দিচ্ছে মালয়েশিয়ার প্রাচীনতম বিশ্ববিদ্যালয় মালয় বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সব দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

সুযোগ-সুবিধা 

  • স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের ‘স্টুডেন্ট ফিন্যান্সিয়াল অ্যাওয়ার্ড’-এর আওতায় পড়াশোনার সম্পূর্ণ খরচ বহন করা হবে। 
  •  সম্পূর্ণ টিউশন ফি মওকুফ হবে। 
  • আবাসন ফি প্রদান করা হবে। 
  • জীবনযাত্রার খরচ প্রদান করা হবে।

অধ্যয়নের বিষয় 

  • ইসলামিক স্টাডিজ
  • মালয় স্টাডিজ
  • পরিবেশ
  • ভাষা ও ভাষাবিজ্ঞান
  • ফার্মেসি
  • অর্থনীতি এবং প্রশাসন
  • প্রকৌশল
  • শিক্ষা
  • দন্তচিকিৎসা
  • বিজনেস অ্যান্ড অ্যাকাউন্টিং
  • মেডিসিন
  • বিজ্ঞান
  • কম্পিউটারবিজ্ঞান
  • ক্রিয়েটিভ আর্টস
  • আইন

আবেদনের যোগ্যতা 

  • যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। 
  • স্নাতকোত্তর স্কলারশিপের জন্য স্নাতকে ন্যূনতম ৩.০ সিজিপিএ থাকতে হবে। 
  • পিএইচডির ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় ডিগ্রির সনদ জমা দিতে হবে। 
  • ইংরেজি ভাষার দক্ষতার সার্টিফিকেট জমা দিতে হবে। 

প্রয়োজনীয় কাগজপত্র 

  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট 
  • একটি জীবনবৃত্তান্ত বা সিভি 
  • রেফারেন্স লেটার 
  • একটি গবেষণা পরিকল্পনা। 

ওয়েবসাইট: https://maya.um.edu
আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২২ 

অনুবাদ: মুসাররাত আবির

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ